ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তিনি ছাড়া আর কোনো মেয়র প্রার্থী এক হাজার ভোট পার হতে পারেননি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা গেছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট ও শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট।
নির্বাচনে মোট ভোট পড়ে ১৬ হাজার ৩৩টি। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল ছাড়া বাকি সব মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নির্বাচনে বৈধ কাস্টিং ভোটের ৮ ভাগের একভাগ যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাদের জামানত হারাবেন। মেয়র পদে একজন প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করতে ২০ হাজার টাকা জামানত প্রদান করতে হয়।’
আখাউড়া পৌরসভায় ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০৮ জন। এরমধ্যে ভোট পড়ে ১৬ হাজার ৭৪১টি। বাতিল হয়ে যায় আরও আটটি ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলে।
এসআর/জেআইএম