চতুর্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৯১ ভোট আর জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী পান ১১ ভোট।
অপরদিকে, কালিহাতী পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৪৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস