ঝালকাঠিতে চার নম্বর পালবাড়ি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী আজাদ রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় মেডিকেলে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
চিকিৎসকের বরাত দিয়ে আহত আজাদ রহমানের পরিবার জানায়, তার মাথায় জখম হয়েছে। তার দুই পা এবং এক হাতের রগ কেটে গেছে।
ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন, আজাদ রহমানকে থানায় নেয়া হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আতিকুর রহমান/এসজে