সিরাজগঞ্জের কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক যুবককে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আব্দুল আজিজ (২৮) উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে।
জানা গেছে, বুধবার গভীর রাতে আব্দুল আজিজকে পাঁচগাছি গ্রামের কালামের বাড়ি থেকে তুলে নিয়ে যান একই গ্রামের বক্কারের ছেলে ফরহাদ, ফজলু সেজাবের ছেলে জামাল ও মজিবরের ছেলে শাহিন। পরে তাকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ আসার খবর পেয়ে তারা আজিজকে ছেড়ে দেয়।
নির্যাতনে শিকার আব্দুল আজিজ অভিযোগ করেন, তিনি দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। বুধবার তিনি পাঁচগাছি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।
তিনি বলেন, ‘আমি তাদেরকে বারবার বলেছি- এখানে বেড়াতে এসেছি। এসব বিষয়ে কিছু জানি না। তবুও তারা আমাকে মারধর করেছে।’
অভিযুক্ত ফরহাদ বলেন, ‘ওই লোক (আজিজ) আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাদের ক্ষতি করার জন্য ঘরের পেছনে ওঁৎ পেতে ছিল। এজন্য তাকে ধরে এনেছিলাম।’
ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু বলেন, ‘তিনদিন আগে আমরা কালাম এবং ফরহাদের মধ্যে চলমান বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বৈঠকের তারিখ ঠিক করেছি। এর মধ্যেই এ ধরনের ঘটনা অনভিপ্রেত।’
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএন সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলা। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইউসুফ দেওয়ান রাজু/এএএইচ/এমএস