দেশজুড়ে

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭০ এর সাব-পিলার ৪ এর কাছ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে আব্দুস সালাম বাবু (৪০), একই গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে গোলাম রব্বানী রুবেল (২৯), ওয়াজেদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) এবং উরজুল্লা বর্মণের ছেল প্রদীপ বর্মণ (৩৪)।

১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, আটকরা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার চেষ্টা করছিলেন। ঘটনাস্থল থেকে একটি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি মাচা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আব্বাস আলী/এসআর/জিকেএস