দেশজুড়ে

সড়কের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জর ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) ফতুল্লার কাশিপুর হাটখোলা খিলমার্কেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হাসন বলেন, ‘ধারণা করা হচ্ছে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের ভিক্টারিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জিকেএস