দেশজুড়ে

ভাষা দিবসে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ভারতীয় ব্যবসায়ীদের আগেই বন্দর বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছিল। সেই অনুযায়ী আজ বিকেল পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল সোমবার যথারীতি এই কার্যক্রম পুনরায় শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভারতের সঙ্গে টুরিস্ট ভিসার যাত্রী পারাপার বন্ধ থাকায় এখন এই বন্দরে যাত্রী এমনিতেই অনেক কম।

জেএইচ/এএসএম