টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। শুধু জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত করেই মাতৃভাষা দিবস পালন করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপজেলায় ৫৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৪ মাদরাসা ও ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪৫ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও ৯৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বাকি ৯৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
মির্জাপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাহিনুর রহমান খান বলেন, ‘ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত শহীদ মিনার আমাদের স্বাধীনতার সূতিকাগার। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার থাকা উচিত বলে তিনি মনে করেন।
মির্জাপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, ‘দিবসগুলো আমাদের দেশপ্রেম শেখায়। জাগিয়ে তোলে দেশাত্ববোধ। প্রতি বছর এ দিনটি আমাদের এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ নিয়ে আসে নিজেদের দেশাত্ববোধকে সমুন্নত রাখার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন।’
উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকা প্রয়োজন উল্লেখ করে বলেন, ‘সরকারিভাবে কোনো বরাদ্দ না থাকলেও স্থানীয়ভাবে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।’ এস এম এরশাদ/ আরএইচ/এএসএম