দেশজুড়ে

কসবায় প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাইভেটকার চাপায় বিল্লাল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সজিব (১৮) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুলাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাহ ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল মোটরসাইকেলযোগে তার বন্ধু সজিবকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।

এসজে/জিকেএস