নেত্রকোনায় ট্রাকচাপায় সুলতান আহমেদ (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান আহমেদ পূর্বধলা উপজেলার তুলাপাবই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় একটি বালুবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে চালক সুলতান ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান আহমেদ রোববার ভোর সোয়া ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা চালিয়ে শ্যামগঞ্জ যাচ্ছিলেন পথে বিরিশিরিগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হতান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/এসএমএম/জিকেএস