পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাঙালিভিত্তিক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
বাঘাইছড়িতে সরকারি অফিসে ঢুকে জনপ্রতিনিধিকে হত্যার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব আজমের পরিচালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে আজও রক্তপাত বন্ধ হয়নি। দিনে-দুপুরে সরকারি অফিসে ঢুকে জনপ্রতিনিধিকে গুলি করে হত্যা করার মাধ্যমে প্রমাণ হয় পাহাড়ে এখনও অবৈধ অস্ত্রধারীদের হাতে সাধারণ জনগণ জিম্মি। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের মাধ্যমে পার্বত্যাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুণী অভিযান পরিচালনা করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী গিয়ে শেষ হয়।
শংকর হোড়/এফএ/জিকেএস