সাহিত্য

ইকবাল পারভেজের কবিতা

পথ

অচেনা পথ চিনিয়ে দেয় জানাশোনা কেউহেঁটে দেয় নাদিকভ্রান্ত হেঁটেছি কতো গুগলবিহীনতীরচিহ্নিত পথে চলে যানবাহননির্দিষ্ট পথে মৌমাছিরা করে গমনাগমন

প্রেমের পথে চলে প্রেমিককারখানার পথে শ্রমিকঅন্যত্র পথ পড়ে থাকে পদহীন

অন্ধের জন্য পথ আছে হলুদ

কোথায় যাবো কার কাছে যাবো জানি নাঅপার হয়ে বসে আছিআমি এক লালন।

এসইউ/জিকেএস