করােনাভাইরাসের প্রাদুর্ভাব রােধে কোভিড-১৯ নিরােধক টিকা আমদানি-পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফি’র ওপর মূল্য সংযােজন কর বা ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
Advertisement
বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, করােনা প্রতিরােধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি দুই শর্তে কোভিড-১৯ নিরােধক টিকার আমদানি-পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফি’র ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো।
শুধু বাংলাদেশ সরকারকে কোভিড-১৯ নিরােধক টিকা সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে।
Advertisement
এছাড়া এ সুবিধা পেতে চাইলে কোভিড টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থের যাবতীয় হিসাব বিবরণী অর্থ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযােজন কমিশনারেটকে অবহিত করতে হবে বলে আদেশে জানানো হয়।
এসএম/এমএইচআর/এমএস