দেশজুড়ে

ফুলজোড় নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে গোসলে নেমে অনন্য (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনন্য ওই গ্রামের সুবল কুমার হালদারের ছেলে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে কয়েকটি শিশুর সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নামে অনন্য। অল্প পানিতে খেলতে খেলতে অনন্য হঠাৎ বেশি পানির মধ্যে চলে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজির পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে বলেন জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউসুফ দেওয়ান রাজু/এএএইচ/এএসএম