দেশজুড়ে

কোটি টাকার পোশাকসহ চোরাই চক্রের ৮ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থেকে রফতানিকৃত পোশাক চুরি চক্রের আটজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে কোটি টাকার রফতানিজাত পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (৪০), মো. মাসুম বিল্লাহ (২৭), মো. রিয়াজ (২৮), মো. আহাম আলী (৪৫), মো. জমির আলী (৬৫), মো. মোশারফ হোসেন (৪০), মো. দিদারুল আলম (২৮) ও মো. রাশেদ (২৬)।

শনিবার (৬ মার্চ) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৫ মার্চ) রাত ১০টায় উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এস কে শাওন/এসজে/জিকেএস