সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোহাম্মদ বোরহান মিয়াজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ মার্চ) সকালে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল খায়ের মিয়াজির ছেলে।
এজাহার সূত্র জানায়, বোরহানের ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের ব্যঙ্গচিত্রসহ একাধিক পোস্ট দেন। ওই পোষ্টগুলো ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও সচেতন মহলের দৃষ্টিগোচর হয়। পোষ্টগুলো নিয়ে গত ৫ মার্চ চরশাহী ইউনিয়নের গোপবিন্দপুর গ্রামের দাশেরহাটে লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বোরহানের ফেসবুকে পোস্ট দেওয়া প্রত্যেকটি স্ক্রিনশট সংগ্রহ করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু ছিদ্দিক মুন্না মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে বোরহানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
কাজল কায়েস/আরএইচ/এমএস