দেশজুড়ে

শিশু ধর্ষণের অভিযোগে গার্মেন্টস কর্মী আটক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৩৪) নামের এক গার্মেন্টস কর্মীকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সোমবার (৮ মার্চ) রাত ১টায় তাকে আটক করে থানায় আনা হয়।

তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কলমোহল গ্রামের আব্দুল হামিদের ছেলে।

শিশুটির ভাই জানান, রোববার (৭ মার্চ) সকালে মাদরাসা থেকে বাড়ি ফিরলে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে হুমায়ুন। সোমবার সন্ধ্যা রাতে ফের শিশুটিকে ধর্ষণ করতে চাইলে শিশুটি তার ভাইকে বিষয়টি জানায়।

পরে জয়দেবপুর থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম ধর্ষককে আটক থানায় নিয়ে আসে।

এস আই রাকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ধর্ষককে অভিযান চালিয় আটক করা হয়। ভুক্তভোগীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ