যশোরে ধান ক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৮) নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) সকালে শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু গাজী যশোর সদর উপজেলার বাউলিয়া হামিদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। পেশায় লেদমিস্ত্রি বাচ্চু মণিরামপুরে ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বাচ্চু গাজীকে দুর্বৃত্তরা মাথায়, বুকে, পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে। বুধবার (১০ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে, তা উদ্ঘাটন ও জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে।
নিহত বাচ্চুর স্ত্রী সালমা বেগম দাবি করেছেন, ‘তার স্বামীকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। মঙ্গলবার (৯মার্চ) সেই মামলায় আদালতে হাজিরা দিতে যান। এরপর আর বাড়ি ফেরেন নি।’
মিলন রহমান/আরএইচ/এমকেএইচ