দেশজুড়ে

অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে সেতু ভেঙে খালে

ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে খালের ওপর ধ্বসে পড়েছে সেতু। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের ছিটকি এলাকার সাতানী বাজার ভাড়ানি খালের ওপর সেতুটি ট্রাকসহ পানিতে পড়ে।

স্থানীয়রা জানান, কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার ভাড়ানি খালের ওপর সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বুধবার বিকেলে রাজাপুর-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের পাথর বোঝাই একটি ট্রাক রাজাপুর থেকে কাঠালিয়া আসছিল। ট্রাকটি সেতুর মাঝখানে আসলে সেতুটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ বলেন, ‘আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তিন থেকে চার দিনের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে পারব।’

আতিকুর রহমান/এসজে/এএসএম