চাঁদপুরে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার কড়ইয়া গ্রামের মৃত নুরু মিয়া সওদাগরের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও তরু মিয়ার ছেলে নাছির হোসেন (৩০), পরানপুর প্রধানীয়া বাড়ির রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫), কাদলা বেপারী বাড়ির মৃত মোতালেব মিয়ার ছেলে কবির (৪৪)। এছাড়াও সিআর মামলায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম