দেশজুড়ে

এতিমদের নিয়ে জন্মদিন পালন করলেন ছাত্রলীগ সভাপতি

অসহায় ও এতিম শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন ঠাকুরগাঁও ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি।

বুধবার (১০ মার্চ) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার নাকাটি হাট হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় দোয়া মাহফিল ও কেক কেটে তিনি জন্মদিনের আনন্দ শতাধিক এতিমের সঙ্গে ভাগ করে নেন।

এ উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুরবান আলী, মানিক, সুমন, স্বপনসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুরবান আলী বলেন, আমাদের ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ গর্বিত, আমরা মাহাবুর হোসেন রনির মতো একজন মানবিক ছাত্রনেতা পেয়েছি। রনি শুধু এবার ব্যতিক্রমভাবে জন্মদিন পালন করছে সেটা না। তিনি প্রতি বছর এই দিনটিতে অসহায়, অবহেলিত মানুষের সঙ্গে জন্মদিন পালন করে আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন।

ঠাকুরগাঁও ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি বলেন, আগে আমি আমার জন্মদিন ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে পালন করতে পারতাম। তখন জন্মদিন পালনের মাধ্যমে যতটুকু আনন্দ পেতাম তার কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি এতিম শিশুদের সঙ্গে জন্মদিন পালন করে। গত কয়েক বছর আমি আমার জন্মদিন অসহায়, পথশিশু ও সমাজের বঞ্চিত মানুষের সঙ্গে পালন করার চেষ্টা করে আসছি।

তিনি আরও বলেন, এই এতিম শিশুদেরকে আমি ভাই মনে করি। যাদের দুনিয়াতে কেউ নেই, যাদের আনন্দ করার তেমন সুযোগ থাকে না, সেই এতিমরা প্রায় সব ধরনের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই আমার জন্মদিনের আনন্দটুকু এতিমদের মাঝে উৎসর্গ করলাম। ওদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

উল্লেখ্য, ১৯৮৭ সালে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় এলাকায় জন্মগ্রহণ করেন মাহাবুর হোসেন রনি। ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি পাস করার পর থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।২০১৬ সালে তিনি ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

তানভীর হাসান তানু/এআরএ