টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান। শনিবার (১৩ মার্চ) নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সম্প্রতি ইংল্যান্ডে নতুন ধরনের করোনাভাইরাস আবিষ্কার হলেও আমাদের দেশে এখনও এ ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। নতুন এ ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সতর্ক। বিদেশ থেকে কেউ দেশে আসলেই তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।’
স্বাস্থ্য সচিব বলেন, ‘এ পর্যন্ত ৪৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিনের কারণে কেউ মারা যায়নি। যে কয়জন মারা গেছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সেই কারণেই মারা গেছে। ভ্যাকসিন কার্যক্রম খুবই সফলতার সাথে যাচ্ছে। দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হওয়ার পর আরও তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে।’
এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, স্বাস্থ্য বিভাগের ডিজি খন্দকার সাদে-কুর রহমান, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি, টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নজরুল আমিনসহ মেডিকেল কলেজের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অপারেশনের সময় এক নারীর পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় হাসপাতালের ডিজি খন্দকার সাদে-কুর রহমান চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হচ্ছেন- সার্জারি বিভাগের প্রধান এজিএম মোস্তফা, ডা. রেহানা পারভীন, প্রফেসর ডা. হাবিবুল্লাহ ও ডা. শফিকুল ইসলাম সজীব। এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ