দেশজুড়ে

‘নারায়ণগঞ্জকে শিশুবান্ধব, সন্ত্রাসমুক্ত নগরী গড়তে কাজ করছি’

নারায়ণগঞ্জকে শিশু বান্ধব, সন্ত্রাসমুক্ত নগরী গড়তে কাজ করছি বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। শনিবার (১৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী উজ্জ্বলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এমকেএইচ