দেশজুড়ে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝড়ে বাস উল্টে আহত ৬

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোধূলি পরিবহন নামের একটি যাত্রীবাস উল্টে গেছে। এতে আহত হয়েছেন ওই বাসের ছয় যাত্রী।

শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, ৪৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া শিমলিয়া ঘাটে যাচ্ছিল গোধূলি পরিবহনের ওই বাসটি। পথিমধ্যে শ্রীনগর উপজেলার দোগাছিতে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে বাসটি। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশের রেলিংয়ে ঢাক্কা লাগে উল্টে যায়। তবে এ সময় বাসের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার পুলিশের পরিদর্শক মো. সোহরাব জানান, যাত্রীদের বাসের ভেতর থেকে বের করা হয়েছে। আতদের ছয় যাত্রীর কারও আঘাতই গুরুতর নয়। তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এএইচ/জেআইএম