গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মালেক খসরু খান জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাটিম রয়েছে। ধারণা করা হচ্ছে শিশু দুটি ওই রেললাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে।
নিহতের দুজনের পরণেই জিন্স প্যান্ট এবং একজনের শরীরে কমলা রঙের টি-শার্ট রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আমিনুল ইসলাম/এফএ/জিকেএস