জামালপুরে মক্তব ঘর পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণের দায়ে শিক্ষক হাফেজ সাইফুল ইসলামকে যবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এই রায় দেন। রায়ে তাকে আরও দশ হাজার টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আকরাম হোসেন জানান, গত ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহার আলীর ছেলে মক্তব শিক্ষক ঘর পরিষ্কারের কথা বলে হাফেজ সাইফুল ইসলাম সাত বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই শিশুর বাবা মামলা দায়ের করেন। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার (১৫ মার্চ) আদালত মামলার দায় প্রদান করেন।
আরএইচ/এএসএম