মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আগামীতে শিশুরাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবে। আজ যারা শিশু ২০৪১ সালে তারাই দেশ গড়ার কারিগর হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের প্রস্তুতি ঘুরে দেখে একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামীকালের শিশু দিবসের অনুষ্ঠানের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হবেন।
এর আগে প্রতিমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সংশ্লিষ্ট বিভাগের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানের কেক কাটেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
এসআর/এমকেএইচ