টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে শাকিল শিকদার (২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার দুল্যাবেগম গ্রামে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
শাকিল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/এএইচ/এমকেএইচ