দেশজুড়ে

নিখোঁজের একদিন পর ঝোপের ভেতর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে নিখোঁজের একদিন পর কাশফিয়া ওরফে শেফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রনি (২৩) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শেফা সৈয়দটুলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে।

আটক রনি একই গ্রামের মতিন মিয়ার মেয়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, শিশুটি খেলতে গেলে তার কানের দুল নিয়ে একটি মন্তব্য করেছিল রনি। কাশফিয়াকে খুঁজে না পাওয়ায় তাই রনিকে পরিবারের সদস্যরা সন্দেহ করেন।

ওসি বলেন, রনিকে এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা কাশফিয়ার বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করে। পরে স্থানীয়দের চাপে বুধবার সকালে গ্রামের এক সাবেক চেয়ারম্যানের বাড়ির ঝোপে কাশফিয়ার মরদেহ দেখিয়ে দেন।

তিনি আরও বলেন, রনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি মরদেহ দেখিয়ে দিলেও হত্যা করার বিষয়ে মুখ খোলেননি। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমএম/এমএস