কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে বালাটারী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের আজিজুলের ছেলে আলিমুন (৫) ও একই গ্রামের মমিনুলের ছেলে আলামিন (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু আলিমুন ও আলামিন বাড়ির পাশে খেলা করার সময় জমিতে মোটর দিয়ে সেচের কাজ চলছিল। এসময় তারা খেলতে খেলতে জমিতে গেলে অসাবধানতাবশত মোটরের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে।
মাসুদ রানা/এসএমএম/এএসএম