চুয়াডাঙ্গার জীবননগরে পরকীয়ার জেরে হাঁসুয়ার কোপে ফজলুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার সিংনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানায়, ওই গ্রামের মৃত নুরু মণ্ডলের ছেলে মো. ফজলু বাড়ির পার্শ্ববর্তী এক নারীর (৪২) সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এ ঘটনা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে গ্রামবাসী ওই মহিলার বাড়ি পাহারা দিতে থাকে।
একপর্যায়ে রাত ১০ টায় ফজলু ওই মহিলার বাড়িতে গেলে লোকজন তাকে মারপিট করে। পরে শুক্রবার সকালে ফজলু, তার ছেলে বাবু (৩০), রমজান (২৭) ও আবদুল্লাহ (২৩) ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে বশির উদ্দিন নামের এক ব্যক্তিকে (৩০) মারপিট করেন।
এর কিছুক্ষণ পরে বশির উদ্দিন হাঁসুয়া দিয়ে ফজলুর মাথায় আঘাত করেন। এতে ফজলু গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সিংনগর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, নারীঘটিত ঘটনায় সংঘর্ষে ফজলু গুরুতর আহত হয়েছেন।
সংশ্লিষ্ট উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সিংনগর গ্রামে সংঘর্ষ ঘটনায় ফজলুর মাথায় আঘাত লেগে আহত হয়েছেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি। মামলা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস