দেশজুড়ে

পুকুর খননের সময় মিলল ৭৫ কেজি ওজনের মূর্তি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটিহাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, রুহিয়া থানার ভেলারহাট সরকারি আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান ওসি।

মূর্তিটি বর্তমানে থানায় আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

তানভীর হাসান তানু/এফএ/এমএস