কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ পৌরসভার দু’বারের সাবেক মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাজহারুল ইসলাম কাঞ্চন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুাকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
মাজহারুল ইসলাম কাঞ্চন দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু।
শনিবার (২০ মার্চ) বাদ আসর কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
শহরের বিশিষ্ট ব্যবসায়ী ছাড়াও মাজহারুল ইসলাম কাঞ্চন ছিলেন একাধারে রাজনীতিক, শিক্ষা অনুরাগী ও দানবীর। তিনি দীর্ঘদিন শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কামিটির সাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় অসংখ্য মসজিদ-মাদরাসা ও স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। একজন দানবীর হিসেবে পরিচিত।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ গভীর শোক প্রকাশ করেছেন।
নূর মোহাম্মদ/এফএ/এএসএম