দেশজুড়ে

শাল্লায় ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন।

শনিবার (২০ মার্চ) বেলা ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে এক লক্ষ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়।

প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় জানান, এ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এ সরকারের আমলেই রামুতে হামলা হয়েছে। এবার সুনামগঞ্জে একইভাবে হামলা হয়েছে। লিপসন আহমেদ/এএইচ/এমকেএইচ