বৃহস্পতিবার নেপাল যাওয়ার পর বাংলাদেশ ফুটবল দল রোববার প্রথম অনুশীলন করেছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোচ জেমি ডে অনুশীলন করিয়েছেন। এ দিন খেলোয়াড়দের টেকনিক্যাল দিক নিয়ে অনুশীলন করিয়েছেন জেমি ডে।
বিকেলে হোটেলে জিম আর সুইমিং করবেন খেলোয়াড়রা। ম্যাচের আগের দিন সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
পরে ২৩ মার্চ কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে তিন জাতির টুর্নামেন্ট। লিগের শেষ ম্যাচ ২৭ মার্চ নেপালের বিপক্ষে।
তিন দল পরস্পরের বিপক্ষে খেলার পর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ২৯ মার্চ ফাইনাল হবে নেপালের দসরথ স্টেডিয়ামে। দলকে উৎসাহ দিতে সোমবার নেপাল যাচ্ছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির বেশ কয়েকজন কর্মকর্তা।
আরআই/এসএএস/এমকেএইচ