মেহেরপুর শহরের বেড়পাড়ায় পানির ট্যাঙ্ক থেকে রাকিব (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় প্রতিবেশী বকুল হোসেনের বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, ‘সকালে আরমানের প্রতিবেশী বকুলের বাড়ির পানির ট্যাঙ্ককে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর বলা যাবে তাকে হত্যা করা হয়েছে না সে নিজে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করেছে। তবে ট্যাঙ্কের পাশ থেকে তার পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।’
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস