দেশজুড়ে

মসজিদের সিন্দুক ভেঙে টাকা ও মাইক চুরি

বগুড়ার শেরপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুকের তালা ভেঙে বিপুল পরিমাণ দানের টাকা ও মাইক চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০মার্চ) দিনগত রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলা পরিষদ প্রাঙ্গণের মসজিদে এ ঘটনা ঘটে।

ওই মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে এশার নামাজ শেষে মুয়াজ্জিন আশরাফ আলী মসজিদটি তালাবদ্ধ করে বাড়িতে যান। ফজরের নামাজের আযান দেয়ার জন্য তিনি মসজিদে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। বাইরের বিদ্যুতের লাইটগুলোও ভাঙা। ভেতরে গিয়ে দেখেন মাইক সেটসহ সাউন্ড সিস্টেমের মেশিনপত্র নেই। আলমারির তালাও ভাঙা। মসজিদের ভেতরে সবকিছুই তছনছ অবস্থায় পদে রয়েছে। মসজিদে দানের সিন্দুকের তালা খোলা। ভেতরে কোনো টাকা পয়সাও নেই।’

তিনি আরও বলেন, ‘টাকার পরিমাণ জানা নেই। কারণ টাকাতো গণনা করে রাখা হয়নি। তবে অনেক টাকাই হবে।’

পরে বিষয়টি ঘটনাটি মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ ও সাধারণ সম্পাদক উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলামকে জানানো হয়। পরবর্তীতে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এনে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি।

শেরপুর শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন বলেন, ‘মসজিদে চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

আরএইচ/জিকেএস