দেশজুড়ে

৮ বারের নির্বাচিত চেয়ারম্যানের নবমবারের প্রতিদ্বন্দ্বিতা

১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। কর্মদক্ষতা ও বিচক্ষণতায় এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। এভাবে টানা আটবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স এখন ৭২ বছর। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে এবার নবমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

জনপ্রতিনিধির পাশাপাশি একজন সফল রাজনীতিবিদও মোবারক। রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে। ইউনিয়নের সিংহভাগ মানুষের কাছেই প্রিয় এই মোবারক হোসেন মল্লিক।

এলাকাবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখেন তিনি। শাসক নন, জনগণের সেবক হয়ে কাজ করেন মোবারক। যে জন্য সবার কাছে প্রিয় তিনি। এলাকায় মাদক নির্মূল থেকে শুরু করে যেকোনো অনৈতিক কাজ প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে সবার প্রিয় মোবারক হোসেন মল্লিক।

এ ব্যাপারে কথা হলে মোবারক হোসেন মল্লিক বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি।’

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. আতিকুর রহমান/এমআরআর/এএসএম