দেশজুড়ে

বঙ্গবন্ধুকে দেখা শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধাদের সম্মান জানালেন ওসি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বচক্ষে দেখা শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মান জানিয়েছেন রাজবাড়ীর বালিয়কিান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান।

বুধবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচজন শতবর্ষী বৃদ্ধ ও বৃদ্ধাকে তাদের বাড়িতে গিয়ে ফল, ফুল ও মুজিববর্ষের ক্রেস্ট দিয়ে সম্মান জানান তিনি।

এরা হলেন- উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের ১১৩ বছর বয়সী আফসার বিশ্বাস, মধুপুর গ্রামের ১২০ বছর বয়সী জন জোয়াদ্দার, নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ১০২ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের ১০২ বছর বয়সী কালিপদ সোম ও কুবদী গ্রামের ১০৮ বছর বয়সী ছকিনা বেগম। সম্মাননা পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

সম্মাননা পাওয়া পাঁচ বৃদ্ধ-বৃদ্ধা জানান, বঙ্গবন্ধুকে তারা কাছ থেকে দেখেছেন। আর সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে একজন ওসি তাদের দেখতে এসেছেন ফল, ফুল ও ক্রেস্ট নিয়ে এ জন্য তারা চির কৃতজ্ঞ। এটা তাদের শেষ জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তরুণ সমাজকর্মী শেখ মহিদুল ইসলাম বলেন, ‘থানার ওসি যে উদ্যোগ নিয়েছেন, এটা তরুণ সমাজকে উজ্জীবিত করবে।’

বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ওসি মুজিব শতবর্ষ উপলক্ষে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। এ উদ্যোগকে স্বাগত জানাই।’

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিজের চেখে দেখা শতবর্ষী মানুষদের খুঁজে বের করে সম্মান জানানোর চেষ্টা করেছেন মাত্র এবং তাদের খোঁজ খবর নিয়েছেন। প্রথম পর্যায়ে আজ পাঁচজনকে সম্মান জানিয়েছেন। পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে উপজেলার সব শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধাদের এভাবে সম্মান জানাবেন।

রুবেলুর রহমান/এসজে/এএসএম