ফেনীতে ২০ বোতল বিদেশি মদ উদ্ধারের মামলায় আবুল কাশেম নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৪ মার্চ) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত কাশেম ফুলগাজী উপজেলার কমুয়া গ্রামের আবদুর বারেকের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ মে আবুল কাশেমকে ২০ বোতল বিদেশি মদসহ শহরের ট্রাংক রোডের জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ উল্যাহ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৩০ মে এসআই জোবায়দুন্নাহার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়। বুধবার ফেনীর আদালতে কাশেমের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার জানান, এ মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি কাশেমকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এসআর/এএসএম