দেশজুড়ে

গোবিন্দগঞ্জে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত দ্রব্য বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত বোরহান উদ্দিন (৩৬) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হলো।

বুধবার (২৪ মার্চ) বিকেল সাড় ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাসেম প্রধানের ছেলে বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৩৮)। অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তিন-চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়ি যায়। এর কয়েক মিনিট পরে বাড়িতে শোরগোল ও গুলির শব্দ পাওয়া যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। অনেকেই বলছেন, হাতবোমা আবার অনেকে বলছেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনকে আটক করা হলেও তার নাম-ঠিকানা জানায়নি পুলিশ।

গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনো বিস্ফোরক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। হাসপাতালে নেয়ার পরে বাড়ির মালিক বোরহান উদ্দিনের মৃত্যু হয়।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে বাড়িটি পুলিশি পাহারায় ঘিরে রাখা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

জাহিদ খন্দকার/এএইচ/এএসএম