দেশজুড়ে

সেই ঝুমন দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যে যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়, সেই ঝুমন দাস ওরফে আপনের (২৩) বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে।’

এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারেই রয়েছেন।

লিপসন আহমেদ/এমএইচআর