ক্যাম্পাস

টিএসসিতে ‘বাংলাদেশের জনগণ’র জেয়াফতে হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘বাংলাদেশের জনগণ’র ব্যানারে আয়োজিত জেয়াফতে হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ বাম ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় ছাত্রলীগকে অভিযুক্ত করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ এবং ফেলানীসহ সীমান্তে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে গরু জবাই করে এ জেয়াফতের আয়োজন করা হয়।

আয়োজকদের অভিযোগ, টিএসসি চত্বরে জেয়াফতের জন্য রান্নার প্রস্তুতি নেয়া হচ্ছিল। কিন্তু রান্না শুরুর আগেই সেখানে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, হামলার ঘটনার সময় টিএসসিতে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবিদ হাসান রাসেল। তিনি হামলার ছবি তুলতে গেলে তাকে মারধর করেন ছাত্রলীগের নেতারা। এসময় তার মোবাইলও ছিনিয়ে নেন তারা।

এছাড়া অনলাইন পোর্টাল ডেইলি ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খালিদ হাসানের মোবাইল ফোনও কেড়ে নেয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আল-সাদী-ভূঁইয়া/এএএইচ/জেআইএম