গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে শহরের নবীনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম নিলফামারী জেলার ডেমরা উপজেলার নিঃসুন্দরখাতা গ্রামের খবিরুল ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জে বেশ কিছুদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শহরের নবীনবাগ এলাকার একটি বাড়ির দোতলার ছাদে সেন্টারিংয়ের কাজ করছিলেন জাহিদুল ইসলাম। অসাবধানতাবশত পা পিছলে বাড়ির পাশের পাকা সড়কে পড়ে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ফারুক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আরএইচ/এএসএম