হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি সিরাজগঞ্জ ও ঝিনাইদহে। মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে রয়েছে। নাশকতা ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে সিরাজগঞ্জে সকাল ১১টায় হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, হেফাজতে ইসলাম নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
এদিকে ঝিনাইদ বাস টার্মিনাল থেকে নিদ্রিষ্ট গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন। তবে যাত্রী ছিল কিছুটা কম।
রোববার সকাল ১১ টায় হেফাজতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়া শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, পুরাতন কালেক্টরের চত্বরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, কেউ যেন কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
এসএমএম/এমএস