দেশজুড়ে

ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

ফেনীর ফুলগাজীতে ডাকাতিকালে অস্ত্রসহ হাতেনাতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার আনন্দপুর গতিয়া ব্রিজের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর কাজী বাড়ির আবদুল জব্বারের ছেলে ও মো. তাজল ইসলাম কুমিল্লা মুরাদনগর সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের ফিরোজ মেম্বার বাড়ির মৃত ফুল মিয়ার ছেলে।

তাদের কাছ থেকে দু’টি দা, চাপাতি, রিভলবার ও ছিনতাইকৃত নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, রোববার রাত ৩টায় ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের আনন্দপুর গতিয়া ব্রিজের ওপর রাস্তায় কলাগাছ ফেলে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নিচ্ছিল ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্রিজ থেকে পানিতে ঝাপ দেয়। পরে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা ও তাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএমএম/জেআইএম