মোংলার পশুর নদীতে ভেসে যাওয়ার সময় জীবিত একটি হরিণ উদ্ধার করেছে জেলেরা। সোমবার (২৯ মার্চ) দুপুরে জয়মনি এলাকা থেকে হরিণটি উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সুন্দরবন থেকে হরিণটি পশুর নদীর নেমে ভেসে যাচ্ছিল। বিষয়টি দেখে জেলেরা হরিণটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন সেখানে উপস্থিত হয়ে বনের করমজন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় বনে ছেড়ে দেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিতে ফের বনে ছেড়ে দেয়া হয়েছে।’
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এমকেএইচ