ফরিদপুরের আতঙ্ক ছড়াতে গভীর রাতে বাড়ি-ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সোমবার (২৯ মার্চ) রাত ৩টায় সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, খাসকান্দি গ্রামে সোমবার রাত ৩টায় চা বিক্রেতা মো. বাচ্চু মিয়াজীর গরুর খামার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ মৌসুমী ফসল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে গাভী ও বাছুরসহ তিনটা ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়াজী বলেন, গভীর রাতে হঠাৎ প্রতিবেশীর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, এরইমধ্যে খামারে থাকা পাঁচটি পশু আগুনে পুড়ে যায়। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল। ক্ষতির পরিমাণ চার লাখ টাকার অধিক। সব হারিয়ে আমি এখন পথে বসেছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প কয়েকদিনের ব্যবধানে ইউনিয়নের বিভিন্ন গ্রামে একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গ্রামে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বর আবুল কাশেম ব্যাপারী।
কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ইউনিয়নের হোগলাকান্দী গ্রামে গত সপ্তাহে একরাতে চারটি বাড়িতে আগুন লেগেছে। গতকাল রাতে খাসকান্দি গ্রামে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক।
তিনি আরো বলেন, সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বাড়িঘরে আগুন লাগিয়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এবং পাশাপাশি প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে।
এসএমএম/জেআইএম