করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান লকডাউন কর্মসূচিতে কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ১২ ঘণ্টা লকডাউনে থাকবে।
বুধবার (৩১ মার্চ) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘লকডাউন আগেরটাই আছে। মাঝখানে কিছুটা শিথিল ছিল। করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে চলমান লকডাউনে কড়াকড়ি আরোপ করা হবে।’
তিনি বলেন, ‘লকডাউনে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই নিয়মের বাইরে থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
এরআগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন লকডাউনে কিছুটা শিথিলতা দেখা যায়।
মোয়াজ্জেম আফরান/এসআর/এমএস