দেশজুড়ে

কালকিনির মেয়র হলেন আ.লীগ প্রার্থী হানিফ

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম হানিফ। নৌকার প্রতীকে ৯ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার (৩১ মার্চ) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

হানিফের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোট আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু পেয়েছেন ৫ হাজার ২৫৫ ভোট।

চতুর্থ ধাপে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ১২ ফেব্রুয়ারি স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

একেএম নাসির/এসজে/এএসএম